সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাাহিরপুর উপজেলায় জমির ধান খাওয়াকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে আবু হানিফা (৩২) খুন হয়েছেন। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইছবপুর গ্রামে মৃত নেকবর আলী ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর ইছুবপুর গ্রামে ঘটনাটি ঘঠে। এঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তাহিরপুর থানার এসআই মাহমুদুল হক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইছবপুর গ্রামের আবু হানিফা (৩২)তার একটি পালিত গরু নিয়ে সন্ধ্যায় জমির আলপথ দিয়ে বাড়িতে নিয়ে আসছিল। এসময় আবু হানিফার আপন চাচাতো ভাই একই গ্রামের হাবিবুর রহমানের জমির ধান গরু খেয়েছে ভলে। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপ্রর্যায়ে লাঠি দিয়ে মাথায় আগাত করলে আবু হানিফ গুরুতর আহত করে। সাথে সাথে আতœীয়-স্বজনরা আহত আবু হানিফাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় আবু হানিফার মৃত্যু হয়।
স্থানীয় এলাকাবাসী জানাযায়,সন্ধ্যায় ঐ ঘটনার পর রাতেই বিচার শালিসের মাধ্যমে এই ঘটনার সিদ্ধান্ত হবে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এঘটনায় তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। এখনও লিখিত অভিযোগ পাই নি পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd