সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ‘করোনা থেকে মুক্তি পেতে হলে ‘রঙ’ চা খান। চিনি ছাড়া’ এমন বার্তা দিয়ে নবজাতক নাকি মারা গেছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলা নিবৃত পল্লী থেকে খবরটি সিলেট শহরে পৌছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুরে নাকি বৃহস্পতিবার সন্ধ্যায় নাকি একটি নবজাতকের জন্ম হয়েছে। সে মুখ ফুটে এমন কথা বলার পরপরই মারা যায়। ছড়িয়ে এমন খবর। বিষয়টি সত্যতা জানতে অনেকে মুঠোফোনে যোগাযোগ করেন।
বিভিন্ন জনের ফেসবুক আইডি থেকে পোষ্ট করছেন কেউ বলছেন গোয়াইনঘাটে, কেউ জকিগঞ্জে, আবার অনেকে কুলাউড়ার কথা বলছেন। কিন্তু সকল স্থানে খোঁজ নিয়ে জানা যায় এই খবর মিথ্যা।
করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আফজল হােসেন বলেন, আল্লাহ চাইলে সবকিছু পারেন। তবে সত্যতা কতটুকু কে জানে? এমন খবর গুজব নাকি আজব ব্যাপার। রঙ চা পান করাতে তো অসুবিদে নেই। তবে গুজবে কান না দেয়াই ভাল।
জগন্নাথপুরের গোলাম সারোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামে এমন খবর তো দুরের কথা কোনো নবজাতকের জন্মই হয়নি। এটা নিছক একটি গুজব মাত্র।
এব্যাপারে মুফতি নুরুল আমীন বলেন, গুজব যা মিথ্যার সমান অপরাধ। অনেকের মধ্যে নিজের বিশ্বাস প্রচারের প্রবণতা দেখা যায়, যারা প্রচারিত কোনো সংবাদ নিজের মত, মতবাদ ও দৃষ্টিভঙ্গির অনুকূলে হলে তা যাচাইয়ের প্রয়োজন বোধ করে না। পাওয়ামাত্রই প্রচার শুরু করে। ইসলাম এই প্রবণতা পরিহারের নির্দেশ দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সব শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৯৯২)
সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম বলেন, আমাদের কাছে এমন কোনো খবর নেই। তিনি সিলেটবাসীকে কোনো প্রকার গুজবে কান না দিতে আহবান জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd