সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : কোনো ধরনের ‘গুজবে’ বিভ্রান্ত না হওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। বিভিন্ন ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ এর মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে বলে তিনি জানান।
সিলেটে জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন,সিলেট জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গুজব ছড়ানো হয়েছে। জনগণের মধ্যে একটা বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে।সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়ে সাধারণ জনগণের সচেতনতা একান্ত কাম্য।তিনি সিলেটবাসীকে কোনো গুজবে কান না দিয়ে আইন-শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরোও বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। যারা ফেসবুকে গুজব ছড়াচ্ছেন তাদের ফেসবুক আইডি কঠোর নজরদারি করা হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd