সিলেট ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ২৯শে শাবান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২০
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক :: এবার হোম কোয়ারেন্টিাইনে থাকা প্রাণ গেলো ১ জনের। মৃত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৬৫)। তিনি নগরীর হাউজিংস্টেইটের ৪০ নং বাসার বাসিন্দা । ২৪ মার্চ মঙ্গলবার রাত ৯ টার দিকে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যে জানাযায়, গিয়াস উদ্দিনের প্রবাসী ছেলের প্রায় এক সপ্তাহ আগে গিয়াস উদ্দিনকে কিডনি ডায়ালিসিসের জন্য সিলেট কিডনী ফাউন্ডেশনে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক ডায়ালিসিস না করে গিয়াস উদ্দিনকে কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ প্রদান করেন।
এই ঘটনার খবর পেয়ে সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা হাউজিং এস্ট্রটে প্রবাসীর বাসায় গিয়ে বাসায় নিবিড় পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়ে আসেন। তথ্যটি জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।মৃত গিয়াস উদ্দিনের স্ত্রীর বরাত দিয়ে কাউন্সিলার কয়েসলোদী আরো জানান, গত তিনদিন ধরে সিলেট শহরের কয়েকটি ক্লিনিকে গিয়াস উদ্দিনকে নিয়ে গেলে ক্লিনিক কতৃপক্ষ তাকে চিকিৎসা দিতে অপারগতা জানায়।
এরপরই পারিবারিক সিদ্বান্তে গিয়াস উদ্দিনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। হোমকোয়ারেন্টাইনে থাকলেও সেখানে নিয়মভঙ্গের অভিযোগ করেছেন একাধিক স্থানীয় ব্যক্তি। অবশেষে রাত ৯ টায় গিয়াস উদ্দিন মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। তিনি তাৎক্ষণিক বিষয়টি অবগত করেন সিলেটের জেলা প্রশাসককে। জেলা প্রশাসক এ সময় সিভিল সার্জনের পরামর্শক্রমে ত্বড়িৎ লাশ দাফনের ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফনের খবর পাওয়া যায়নি। তবে প্রস্তুতি চলছে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।
………………………..
Design and developed by best-bd