সিলেট ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামে বাল্যবিয়ের দায়ে ছেলের বাবা ও মেয়ের চাচাকে জরিমানা করা হয়েছে। এ ছাড়াও মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে স্বামীর বাড়িতে থাকতে পারবে না। ওই মেয়ে বাবার বাড়িতে অবস্থান করবেন মর্মে মুচলেকা নেয়া হয়েছে।
রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।
তিনি জানান, শনিবার রাতে কাদিপুর গ্রামের নূর ইসলামের ছেলে রফিকুলের সঙ্গে খামারাইল গ্রামের আকতার খাঁর নাবালিকা মেয়েকে বাল্যবিবাহ দেয়া হয়েছে। খবর পেয়ে সোমবার ছেলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি বলেন, এ সময় ছেলের বাবা নূর ইসলামকে দেড় হাজার টাকা ও মেয়ের চাচা আকরাম হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে অবস্থান করবেন বলে মুচলেকা নেয়া হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd