সিলেট ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটে আইসোলেশনে মারা যাওয়া সেই নারীর দাফন সম্পন্ন হয়েছে।রোববার (২২ মার্চ) বেলা সোয়া ১টার দিকে মানিকপীর (র.) মাজারের গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সৌমেন মৈত্র বেলা ১টা ৯মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ দাফন প্রক্রিয়াধীন রয়েছে। কিছুক্ষণের মধ্যে দাফন হয়ে যাবে।
এরআগে মরদেহ দাফনের জন্য সিটি করপোরেশনের তত্বাবধানে একটি ড্রেজার দিয়ে কবর খোঁড়া হয়। বেলা ১টার দিকে মরদেহ একটি অ্যাম্বুলেন্স যোগে মানিক পীরের মাজার সংলগ্ন কবরস্থানে নিয়ে দাফন করা হয়েছে।
সিলেট সিটি করেপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলামবলেন, সিসিকের তত্বাবধানেই ওই নারীর দাফন করা হয়েছে।
করোনা ভাইরাস সন্দেহে সিলেটে যুক্তরাজ্য ফেরত ওই নারী রোববার (২২ মার্চ) ভোররাত ৩ টার দিকে নগরের শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান। নিহতের বয়স প্রায় ৬১ বছর হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্র জানায়, যুক্তরাজ্য ফেরত ওই নারীনগরের শামীমাবাদ আবাসিক এলাকার বাসিন্দা। তিনি গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন। এবং শুক্রবার (২০ মার্চ) জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তাকে করোনা সন্দেহে হাসপাতালের আইস্যুলেশনে রাখা হয়।
হাসপাতাল সূত্রমতে, ভাইরাস সনাক্তে শনিবার ওই নারীর রক্তের নমুনা ঢাকায় রোগ তত্ব বিভাগ থেকে লোক এসে নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি মারা গেছেন। অত্র হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ৪ জন চিকিৎসাধীন রোগী ছিল। আর সিলেটে এটাই করোনায় আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যু হয়েছে।ওই হাসপাতালে সৌদি ফেরত এক নারী ও এক কিশোরসহ এখনও তিনজন চিকিৎসাধীন রয়েছেন জানায় হাসপাতাল সূত্র।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ওই নারী করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কোনো পরিক্ষা নিরীক্ষার আগেই তিনি মারা যান। এ কারণে করোনা আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন, এ বিষয়টি নিশ্চিত বলা যাচ্ছে না।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd