সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীসহ সারা দেশের সরকারি হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সরকারি হাসপাতালে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রতিদিন হাসপাতালে রোগী দেখতে হাজার হাজার দর্শনার্থী আসেন। তাদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার মাধ্যমে গোটা হাসপাতালের রোগীরা সংক্রমিত হতে পারে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট ২৪ জন আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে।
আক্রান্তদের মধ্যে অধিকাংশই প্রবাসফেরত ব্যক্তিদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। যে দুজন মারা গেছেন তারা কেউ প্রবাসফেরত নন। প্রবাসফেরতদের কারো না কারো মাধ্যমে সংক্রমিত হয়ে তারা মারা যান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd