সিলেট ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নারী নিহত এবং একজন আহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত সেলিনা ফারহানা (৪০), তামাবিল স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা। আহত অপর নারী রিমা রাণী সরকার (৩৫) একই পদে কর্মরত।
সিলেট আবগারি ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা রুহুল আমীন জানান, নিহত সেলিনা ফারহানা সম্পর্কে তার ভাগনি। প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে তিনি শহরে ফিরছিলেন। তার গ্রামের বাড়ি জকিগঞ্জে আর রিমা রাণীর বাড়ি সিলেট শহরে।
সিলেটের জৈন্তাপুর থানার ওসি শ্যামল বনিক বলেন, সেলিনা প্রাইভেটকারযোগে সিলেট শহরে ফিরছিলেন। হরিপুর এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সেলিনাসহ দুইজন গুরুত্বর আহত হন। তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানী হাসপাতালের জরুরি বিভাগ জানায়, রাত ১০টার দিকে আহত দু’জনকে হাসপাতাল নিয়ে আসা হয়। এর মধ্যে সেলিনা ফারহানা মারা যান এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd