দেশের সকল কওমি মাদ্রাসা বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০

দেশের সকল কওমি মাদ্রাসা বন্ধ ঘোষণা

ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাস এর কারণে দেশের সকল কওমি মাদ্রাসার ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর শেখদি এলাকায় কওমি মাদ্রাসার সমন্বিত বোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এ ঘোষণা দেয়।

তবে কওমি মাদ্রাসার আবাসিক হোস্টেল বন্ধ করার ব‌্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। কওমি মাদ্রাসার ছাত্ররা বেশির ভাগ আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করে থাকেন।

বোর্ডের কো চেয়ারম‌্যান মাওলানা আব্দুল কুদ্দুস জানান, ‘করোনাভাইরাসের কারণে দেশের সব কওমি মাদ্রাসার ক্লাস বন্ধ থাকবে। তবে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি অব‌্যাহত রাখবে।’

মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে বোর্ডের কর্মকর্তারা বৈঠকে বসেন। এ সংস্থার অন্তর্ভুক্ত ছয় বোর্ডের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..