সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ৩০শে শাবান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : কুড়িগ্রামে সাংবাদিক আরিফুর রহমান রিগ্যানের ওপর নির্যাতন ও মধ্যরাতে মোবাইলকোর্ট বসিয়ে সাজা দেওয়ার ঘটনায় অভিযুক্ত কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ চার কর্মকর্তা আজ বুধবার কুড়িগ্রাম ছেড়ে চলে গেছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমানের কাছে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন বুধবার সকালে কুড়িগ্রাম ত্যাগ করেন। একইভাবে সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও রাহাতুল ইসলাম তাদের কর্মস্থল ত্যাগ করেন।
নতুন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম আগামীকাল বৃহস্পতিবার যোগদান করতে পারেন বলে জেলা প্রশাসক অফিস সূত্রে জানা গেছে।
এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক রিগ্যানের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রিগ্যান জানান, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যথা কমছে না। হাতে ব্যান্ডেজ বাঁধা। ঠিকমতো হাঁটতে পারেন না।
তিনি আরো জানান, বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষের সহযোগিতায় অচিরেই তাঁর ওপর নির্যাতনকারী চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে।
………………………..
Design and developed by best-bd