সিলেট ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ ছাতকের আলোচিত বুলবুল হত্যা মামলার আসামি আব্দুল ওয়াদুদ (ওদুদ মিয়া)কে আটক করছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এর দিক নির্দেশনায় এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে সংঙ্গীয় এএসআই মহিউদ্দিন ও ফোর্সসহ চাঞ্চল্যকর বুলবুল (বুলু) হত্যা মামলার আসামী আব্দুল ওয়াদুদ (ওদুদ মিয়া) (৪৮ কে আটক করা হয়। আটককৃত আসামি ছাতক উপজেলার বৈশাকান্দি বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুস ছোবান এর ছেলে।
এসআই হাবিবুর রহমান ছদ্মবেশে সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন শারফিন টিলা হইতে গতকাল শুক্রবার বিকালে ওই আসামিকে গ্রেফতার করেন।
উল্লেখ্য: আসাসি ওদুদসহ তাহার সহযোগী অন্যান্য আসামীগন গত ১৬/০৭/২০১৯ ইং তারিখ দিবাগত রাত্র অনুমান ১২.০০ টার সময় ছনবাড়ী বাজারের পাশ্ববর্তী ছনবাড়ী ব্রীজের মুখে রাস্তায় ভিকটিম বুলবুল (বুলু) কে নির্মম ভাবে ধারালো অস্ত্র দ্বারা হত্যা করে হাতপা বাধিয়া লাশ গুম করার উদ্দেশ্যে দারোগাখালী গ্রামের পার্শ্বে ইছামতি নদীর পাড়ে লাশ ফেলে আসে। এই চাঞ্চল্যকর হত্যার ঘটনায জড়িত মোট ১০ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সৌপদ্দ করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd