সিলেট ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ২৯শে শাবান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : হিরো আলম প্রযোজিত ‘সাহসী হিরো আলম‘ ২৭ মার্চ মুক্তি হওয়ার কথা থাকলেও মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ মার্চ ২০২০। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল থেকে পরিচিতি পাওয়া হিরো আলম প্রযোজিত প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম‘ মুক্তি পাবে আগামী ২০ মার্চ। এমনটাই জানালেন হিরো আলম নিজেই।
হঠাৎ তারিখ পরির্তনের কারণ জানতে চাইলে তিনি জানান, ২৭ মার্চ অন্য সিনেমা মুক্তি পাবে বিধায় আমার সুবিধার জন্য পরামর্শ করে মুক্তির তারিখটা এগিয়ে এনেছি। এছাড়া ২০ মার্চ আমার অভিনীত আরও একটি সিনেমাও মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমাটি ইতোমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। বড় পর্দাতেও মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি । সিনেমার গল্প প্রসঙ্গে হিরো আলম জানান, আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি ‘সাহসী হিরো আলম’। আমার বিপরীতে ৩ জন নায়িকা অভিনয় করেছেন । তারা হলেন সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি।
হিরো আলম আরও বলেন, আমার বিশ্বাস, অন্য যে সিনেমাই মুক্তি পাক, আমার সিনেমা দেখতে একবার হলেও মানুষ হলে যাবে । কারণ আমার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। সিনেমাটিতে সব শ্রম দিয়ে প্রমানের চেষ্টা করেছি একজন হিরো আলমের সাহসীকতার গল্প।
………………………..
Design and developed by best-bd