সিলেট-ঢাকা মহাসড়কে জমি দখল করে দোকানপাট, ইউএনও’র উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

সিলেট-ঢাকা মহাসড়কে জমি দখল করে দোকানপাট, ইউএনও’র উচ্ছেদ অভিযান

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর বাজারে সড়কের অধিগ্রহণকৃত জমি দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন।

গতকাল (১১ মার্চ ) বুধবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে সড়কের জমি দখল করে গড়ে ওঠা প্রায় ২ শ দোকান উচ্ছেদ করা হয়। অভিযোগ আছে, স্থানীয় একটি চক্র এসব দোকান বসিয়ে সড়কের জমি দখল করেছিল।

সড়ক ও স্থানীয় সূত্র জানায়, সিলেট-ঢাকা মহাসড়কের অলিপুর বাজার নামক স্থানে সড়ক বিভাগ রাস্তা সম্প্রসারণের জন্য ১২৭ শতক জমি অধিগ্রহণ করে। জমির মালিকদেরও অধিগ্রহণের টাকা দেওয়া হয়। কিন্তু অলিপুরের শান্ত ইসলামের নেতৃত্বে একটি চক্র এই জমি দখল করে সেখানে প্রায় দুই শ দোকানপাট বসায়। এসব দোকান থেকে এই চক্রটি চাঁদা তুলে আসছিল। সড়ক বিভাগের বেশ কয়েকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। চক্রটি আবারও সেখানে দোকানপাট বসিয়ে ফেলে। এতে সড়ক বিভাগ থেকে চিঠি দিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। এরই প্রেক্ষিতে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন,‘ যখনই পুলিশ চাওয়া হয়, উচ্ছেদ অভিযানে পুলিশ যায়। কিন্তু এই জায়গাটি সংরক্ষণ করে রাখার দায়িত্ব সড়কের। তারা এ ব্যাপারে উদাসীন।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ সড়ক উপ বিভাগের প্রধান প্রকৌশলী জ্যোতিষ গোস্বামী বলেন,‘ এখানে একটি স্থানীয় চক্র উচ্ছেদের পরেও দোকান বসিয়ে চাঁদাবাজি করে। তাই আমরা স্থায়ীভাবে উচ্ছেদের চিন্তা-ভাবনা করছি। সে কারণেই ইউএনও শায়েস্তাগঞ্জের সহযোগিতা চাওয়া হয়েছে।’

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার বলেন,‘ এই ১২৭ শতক জায়গা সড়কের। তারা সাহায্য চেয়েছে, আমরা সাহায্য করছি। এ নিয়ে দুবার সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান করা হল। কিন্তু জায়গাটি রক্ষণাবেক্ষণ করে রাখার দায়িত্ব সড়ক বিভাগের। তারা স্থায়ীভাবে দখলমুক্ত রাখার পদক্ষেপ নিলে ভালো হয়।’

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..