সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২০
Sharing is caring!
স্টাফ রিপোর্টার :: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) করোনা ভাইরাস সম্পর্কে সিলেটবাসীকে
আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
তিনি বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ব্যাক্তিগত টাইমলাইনে এ সতর্কার আহবান জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত যত মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগ লোকই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তিনি নিন্মলিখিত বিষয় গুলো পালনের মাধ্যমে নিজেদেরকে এবং দেশকে নিরাপদ রাখার অনুরোধ করেন।
নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন,বারবার হাত ধৌত করতে হবে,হাঁচি কাশি দেওয়ার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখুন অথবা টিস্যু ব্যবহার,কিছু সময় পরপর পানি পান করতে হবে বিশেষ করে গরম পানি এবং লেবুর শরবত,খাবার ভালো করে সিদ্ধ করে খেতে হবে, খাবার গরম হলে ভালো,ঘরের বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করুন, ময়লা কাপড় ধুয়ে ফেলুন,আক্রান্ত ব্যক্তি হতে নিরাপদ দূরত্ব বজায় রাখুন,যারা বিদেশ থেকে আসবেন তারা নিজ দায়িত্বে ১৪ দিন সেল্ফ quarantine থাকার জন্য অনুরোধ জানান।
………………………..
Design and developed by best-bd