সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেছেন, ‘পুলিশ জনগণের বন্ধু’। বর্তমান পুলিশ ও অতীতের পুলিশ এক নয়। বর্তমান পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলা করছে। ইউরোপের অনেক দেশ থেকে বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো।
তিনি বলেন, সব কাজের দায়িত্ব পুলিশের ওপর না চাপিয়ে কিছু কাজ জনগণকেও ভাগাভাগি করে নিতে হবে। পুলিশ তার নিজেদের নানা সীমাবদ্ধতার মধ্যে জনগণের জন্য কাজ করে যাচ্ছে। এখন সময় এসেছে, আমাদের বলতে হবে আমাদের বন্ধু পুলিশ।’
৯ মার্চ সোমবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলহাজ্ব এমএ গণি ও মনোয়ারা খান ট্রাস্ট কতৃত আয়োজিত পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
ট্রস্টের সদস্য বিশিষ্ট রাজনীতিবীদ হাবিবুর রহমান হাবিরের সভাপতিত্বে ও মোকাব্বীর হোসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোটেক লুৎফুর রহমান, জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতিসহ নেতৃবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd