সিলেট ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
সিলেট :: সিলেট নগরীর জিন্দাবাজারে ফুটপাতের ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গোয়াইনঘাট সরকারি কলেজের বিএ (অনার্স) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম মুন্না হত্যার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট পাওয়ার ব্র্যান্ডের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাজী ইলিয়াস গলির মুখে ফুটপাতের ব্যবসায়ীদের ছুরিকাঘাতে নিহত হন মুন্না। এঘটনায় শুক্রবার নিহতের পিতা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও আরও ৬/৭ জনকে অজ্ঞাত উল্লেখ করে সিলেট কোতোয়ালী থানায় মামলা করেছেন। মামলার ১ নম্বর আসামি হবিগঞ্জের মাধবপুর উপজেলার সিরাজুল হকের ছেলে দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মুন্না গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে ও গোয়াইনঘাট সরকারি কলেজের বিএ (অনার্স) ২য় বর্ষের শিক্ষার্থী। নগরীর চৌকিদেখি এলাকার বাসায় পরিবার নিয়ে থাকতেন মুন্না।
সিলেট পাওয়ার ব্র্যান্ডের সভাপতি জাকিরুল ইসলাম জাকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক আবুল হুসেন, জেলা যুবলীগ নেতা এম সোহেল আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহির রায়হান সুমন, ছাত্রলীগ নেতা দিলোয়ার হোসেন, নিহত মুন্নার বড় ভাই সাইফুল ইসলাম মামুন, আলোর দিশারীর সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী, ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা রেশমা জান্নাতুল রুমা।
এছাড়াও উপস্থিত ছিলেন নাসির, তোফায়েল হাসান, মুন্না, উসমান ইমাম, হাসান, ইউসুফ আলী, মুজাহিদ, রায়হান, খালেদ, মইনুল হক, সিলেট পাওয়ার ব্র্যান্ডের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খান আকাশ, সহ-সাধারণ সম্পাদক রুমান আল মনাফ, রুমন, রাহিম, সাইমন, কাজল, জাহেদ, সাইদ, উসমান প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd