সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
Sharing is caring!
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার ইসহাকপুর গ্রামের পৌর কাউন্সিলর খলিলুর রহমানের ছেলে শাহিনুর মিয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের আজর আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া, একই গ্রামের দানিছ উল্লার ছেলে আমির উদ্দিন ও মৃত ওয়াহিদ উল্লার ছেলে কবির মিয়া।
থানা সূত্র জানায়, গত ৬ মার্চ জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে থানার এসআই অনিক চন্দ্র দেব, এসআই রাজিব রহমান, এএসআই শিবলু মজুমদার সহ পুলিশ দল উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বন্দুক ও ৩ রাউন্ড গুলি সহ কবির মিয়া ও আমির উদ্দিনকে গ্রেফতার করেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর ও শাহিনুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের ২ দিন পর ৮ মার্চ রোববার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে থানার এসআই আফছার আহমদ জানান।
………………………..
Design and developed by best-bd