সিলেটে করোনা সন্দেহের রোগীকে চিকিৎসা দিতে ভয় পাচ্ছে ডাক্তাররা, বুকে নিচ্ছেন সাংবাদিক

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

সিলেটে করোনা সন্দেহের রোগীকে চিকিৎসা দিতে ভয় পাচ্ছে ডাক্তাররা, বুকে নিচ্ছেন সাংবাদিক

স্টাফ রিপোর্টার :: সিলেটের কানাইঘাট এলাকার ওই প্রবাসী গত ২৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন। বুধবার দুপুরে শারিরীক অসুস্থতা নিয়ে তিনি সিলেট নগরীর পাঠানটুলা এলাকার রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাতে তাকে নিয়ে যাওয়া হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর মধ্যরাতে তাকে নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাকে নিয়ে আসা হয়।

দেশের ডাক্তার আর হাসপাতালগুলো কতটা অমানুবিক দেখুন।সামসুদ্দিন হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি এই সেই রোগি। যার চিকৎিসা করতে অপারগতা প্রকাশ করেছে ওসমানী হাসপাতালের ডাক্তাররা।

কোন রুগীকে ওসমানী হাসপাতাল চিকিৎসা করতে অপরাগতা জানালে সামসুদ্দিন হাসপাতালে স্বাভাবিক আতঙ্ক সৃষ্টি হবে এবং হয়েছেও তাই।রাতভর সামসুদ্দিন হাসপাতালে ছিলো আতঙ্কের আবহ। তবে সকালে সাংবাদিকরা গিয়ে ভয়ের আবহ থেকে হাসপাতালকে মুক্ত করেন। যে রুগির চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করেছিল ডাক্তার নামধারী মানুবিক পেশার মানুষেরা।

কিন্তু সেই একই রুগীকে বুকে জড়িয়ে ছবি তুলেছেন দৈনিক সবুজ সিলেটের ফটো সাংবাদিক আজমল আলী। প্রবাসী রোগী বলেন, তার শরীরে করোনা ভাইরাস নেই ডাক্তাররাই পেনিক সৃষ্টি করেছে। তিনি দুবাই ফেরত প্রবাসী জ্বর, কাশি, মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। প্রবাসী হওয়ায় করোনাভাইরাসে আক্রান্তের আশঙ্কা রয়েছে এমন সন্দেহ থেকে তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়। কিন্তু তিনি ঢাকায় না গিয়ে নগরির একটি বাসায় অবস্থান করেন। পরে রাতে তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজে হাসপাতালে চিকৎসা নিতে গেলে তাকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে কযারেন্টাইনের জন্য পাঠানো হয়।

ফটো সাংবাদিক আজমল আলী জানান, আমি ওই রোগীর সাথে ছবি তোলায় আমার সহকর্মী শ্যামল সিলেটের ফটো সাংবাদিক রেজা রুবেল সহ অনেকে আমার কাছ থেকে দূরে থাকছে। এখন সহকর্মী ও বন্ধু বান্ধবদের সন্দেহে আমিও করোনায় আক্রান্ত হয়ে গেছি। তাই তারা কেউ আমার কল দরছে না।

এদিকে, গতকাল বুধবার (৪ঠা মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস রোগী সনাক্তের বিষয়ে ফেসবুকে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। এ ধরণের সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, সিলেটের কোন হাসপাতালে করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি। এ ধরণের সংবাদ সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। সিলেটের জনসাধারণ এ ধরণের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..