সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০
সিলেট :: সমাবর্তনের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে সমাবর্তনের দাবি না মানলে ক্লাস বর্জন, ক্যাম্পাস অবরোধ ও জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।
জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে রোববার সকাল ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সদস্য কুতুব উদ্দিন বকুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহবায়ক (সিলেট বিভাগ) জুনায়েদ আহমেদ, আবু সুফিয়ান রাহুল, আশরাফ উদ্দীন প্রমুখ।
মানববন্ধনে সমাবর্তন, সরকার নির্ধারিত ফ্রি এর অতিরিক্ত আদায় না করাসহ ৫ দফা দাবি উত্তোলোন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘সমাবর্তন আমাদের ন্যায্য অধিকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৮ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্তে¡ও আমরা মর্যাদা পাচ্ছি না। অথচ জব সেক্টরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী রয়েছে। আমরা দাবি আদায়ে সোচ্চার হয়ে সমাবর্তনের দাবি আদায় করব।’ বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd