সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মৃত আবদুল্লাহর পুত্র কমর আলীর বসতঘরে ডাকাতি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে দুইটায় এ ডাকাতির ঘটনাটি ঘটেছে। ডাকাতরা বসতঘরে প্রবেশ করে নগদ অর্থসহ প্রায় আড়াই লক্ষা টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় গৃহকর্তা ও তার স্ত্রী আহত হয়েছে। খবর পেয়ে রাতেই জাহিদপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে কমর আলীর সাথে তার সহোদর রিয়ান আলী ও ছিদ্দেক আলীর বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তারা কমর আলীর বসতঘরের বেড়া ভেঙ্গে দেয়। প্রতিদিনের ন্যায় ওইদিন রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন কমর আলী। রাত প্রায় পৌনে দুই টার দিকে ৬/৭জনের সংঘবদ্ধ ডাকাত সদস্যরা বসতঘরে প্রবেশ করে গৃহবধূ হোসনে আরা বেগম (৪০) ও তার স্বামী কমর আলীকে ব্যাপক মারপিট করে। এক পর্যায়ে সংঘবদ্ধ ডাকাতরা এক ভরি ওজনের স্বর্নালঙ্কার, মুল্যবান কাপড়-চোপড় ও নগদ অর্থসহ প্রায় আড়াই লক্ষটাকার মালামাল নিয়ে যায়।
এসময় তাদের শোর চিৎকারে গ্রামের লোকজন আসলে ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গুরুতর আহত গৃহবধূ হোসনে আরা বেগমকে উদ্ধার করে ছাতক উপজেলা সদর হাসপাতালে ও গৃহকর্তা কমর আলীকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে রাতেই ছাতক থানাধীন জাহিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে বুধবার দুপুরে গৃহকর্তা কমর আলী বাদী হয়ে মুক্তারপুর গ্রামের মৃত আবদুল গফুরের পুত্র কালা রাজা ও আশিক মিয়া, মৃত আবদুল্লাহর পুত্র রিয়ান আলী ও ছিদ্দেক আলীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪জন আসামীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাইলে থানার ওসি মোস্তফা কামাল বলেন, ফোন পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তারা ভাইদের মধ্যে কোন একটা ঝামেলা আছে বলে তিনি শুনেছেন। তিনি থানার বাইরে থাকায় লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়ে তার জানা নেই, লিখিত অভিযোগ দেয়া হলে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd