সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে সন্ত্রাসী হামলায় যুবদল নেতা মোহাম্মদ সাহেদ আলম গুরুতর আহত হয়েছেন। তার মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। বিশ্বনাথ উপজেলার পিরের বাজার নামক স্থানে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে। আহত মোহাম্মদ সাহেদ আলম বিশ্বনাথ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং উপজেলার চৈতননগর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ আলম এর সাথে দীর্ঘদিন থেকে রাজনৈতিক বিরোধ চলছিল স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের। ঘটনার দিন রাজনৈতিক সমাবেশ শেষে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ সাহেদ আলম । বিকাল প্রায় সাড়ে ৩টার দিকে উপজেলার পীরের বাজার নামক স্থানে আসার পর পূর্বে থেকে উৎপেতে থাকা যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা তার গতিরোধ করে। কোন কিছু বুঝে উঠার পূর্বেই তারা মোহাম্মদ সাহেদ আলমের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি ও হকিষ্টিক দিয়ে রক্তাক্ত জখম করে এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে অজ্ঞান অবস্থায় রাস্থায় ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে। তবে মাথায় গুরুতর আঘাত রয়েছে। সময় মতো হাসপাতালে নিয়ে আসা না হলে অতিরিক্ত রক্তকরনে তার মৃত্যু ঘটার আশংকা ছিল।
এ বিষয়ে জানতে বিশ্বনাথ উপজেলা যুবদল ও ছাত্রদলের সাথে যোগাযোগ করা যায়নি। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পীরের বাজারে ছাত্রলীগ ও যুবলীগের সাথে যুদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কেউ অভিযোগ নিয়ে আসেনি। এলাকার নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd