সিলেট ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর নয়াবাজারে নিউজ টোয়েন্টি ফোরের টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। সাংবাদিকদের ওপর এ হামলায় চালায় অবৈধ বন্ড সন্ত্রাসীরা।
এ সময় সন্ত্রাসীরা নিউজ টোয়েন্টি ফোরের সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেয়। গাড়ি ভাংচুরসহ মারধর করে সাংবাদিকদের।
জানা গেছে, নিউজ টোয়েন্টি ফোরের একটি টিম নয়াবাজারে পেশাগত দায়িত্বপালনে অবস্থান করছিল। এসময় বন্ড সন্ত্রাসীরা একযোগে তাদের ওপর হামলা চালায়। এসময় তাদের সাথে থাকা ব্যাকপ্যাক ছিনতাই করা হয়। এছাড়া ক্যামেরা কেড়ে নেওয়া হয় এবং গাড়ি ভাংচুর করা হয়। রিপোর্টার ও ক্যামেরাপারসনকে মারধর করা হয়।
হামলায় গুরুতর আহত হয়েছেন নিউজ টোয়েন্টিফোর রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল। এক পর্যায়ে রিপোর্টার ও ক্যামেরাপারসন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সাধারণ জনতা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd