সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর উদ্যোগে জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের সাম্প্রতিক সময়ে অবসরজনিত বিদায় উপলক্ষে সম্বর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় জেলা পুলিশের মাসিক কল্যান সভায় এ সম্বর্ধনা প্রদান করা হয়।এ সময় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর পক্ষ থেকে বিদায়ী অথিতি নারী এসআই মিসেস বেলী, এএসআই মো: খলিলুর রহমান, কনস্টেবল মো: সিরাজুল ইসলাম, কনস্টেবল মো: আছকর আলী বেগ এবং রনবীর কান্ত দের পরিবারের নিকট বিদায়ী শুভেচ্ছা সম্বলিত ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

সম্বর্ধনা অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিনের দায়িত্বে) ইমাম মোহাম্মদ সাদীদ,অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফর রহমান সহ সার্কেল এএসপি,থানার অফিসার ইনচার্জগন সহ অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

বিদায়ী অতিথি নারী এসআই মিসেস বেলী পুলিশ সুপারের এরকম উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অবসর উত্তর সময়ে ভালভাবে থাকার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

সম্বর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অথিতিদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন বাংলাদেশ পুলিশ তাদের অবদানের কথা আজীবন স্মরন রাখবে।অবসর উত্তর সময়গুলো পরিবার সহ সুখে শান্তিতে অতিবাহিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন ভবিষ্যতে যেকোন প্রয়োজনে সিলেট জেলা পুলিশ তাদের পাশে থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..