সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : শান ঝা। ৩০ বছরের বয়সী এই নার্স চীনের উহান ইউনিভার্সিটির রেনমিন হাসপাতালে কর্মরত। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেয়ার সুবিধার্থে মাথাই ন্যাড়া করে ফেলেছেন। দায়িত্বনিষ্ঠ এই নার্সের যুক্তি, এতে করে যেমন তিনি এই রোগে সংক্রমিত হওয়া থেকে বেঁচে যাবেন, তেমনি তার সময়ও অপচয় হবে না।
চীনা সংবাদমাধ্যম চায়না ডেইলি ও এশিয়া নিউজ নেটওয়ার্কের (এএনএন) বরাত দিয়ে মালয়েশিয়াভিত্তিক দ্য স্টার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দুই সন্তানের জননী এই নার্স গত সোমবার তার মাথা ন্যাড়া করেন। তিনি বলেছেন, মাথায় চুল বড় থাকলে প্রতিরোধক স্যুট পরতে বেশি সময় চলে যায়। অথচ এই মুহূর্তে সময় বাঁচানো খুবই জরুরি। এছাড়া মাথা ন্যাড়া করায় তিনি প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতে পারবেন।
চীনে এ পর্যন্ত অন্তত ১০ হাজার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৩ জন। আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৭ জন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd