সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
স্টাফ রিপোর্টার :: গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ষাঁড়ের লড়াই (বিছাল মাইর)। মঙ্গলবার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ঘুপাল গ্রামে পশ্চিমের মাঠে সকাল ১০ টা থেকে শুরু হয়ে ঐতিহ্যবাহী লড়াই শেষ হয় বিকাল ৪টায়। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জালালাবাদ থানা আয়োজনে ষাঁড়ের লড়াইয়ে এবার ২৬জোড়া ষাঁড় অংশগ্রহন করে।সিলেটের বিভিন্ন উপজেলা থেকে লড়াইয়ে অংশগ্রহন করতে মালিকরা নিয়ে আসেন অর্ধশতাধিক ষাড়। এদিকে ষাড়ের লড়াইকে কেন্দ্র করে মাঠের চার পাশে বসে হরেক রকম খেলনা ও খাবারের দোকান বসে।
কানা মামু ( লালা বাজার) কে হারিয়ে আমির বাদশা (বলাউরা) বিজয়ী, লিডার ৬ ( কাচা মরিচ) লালা বাজার কে হারিয়ে ( দয়াল-মৌলভীবাজার)বিজয়ী চান তেরা কে হারিয়ে লাল জিগলি বিজয়ী হয়। বিজয়ী তিনটি দলেকে একটি করে মোটরসাইকেল দেওয়া হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd