সিলেটে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

সিলেটে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

স্টাফ রিপোর্টার :: গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ষাঁড়ের লড়াই (বিছাল মাইর)। মঙ্গলবার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ঘুপাল গ্রামে পশ্চিমের মাঠে সকাল ১০ টা থেকে শুরু হয়ে ঐতিহ্যবাহী লড়াই শেষ হয় বিকাল ৪টায়। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জালালাবাদ থানা আয়োজনে ষাঁড়ের লড়াইয়ে এবার ২৬জোড়া ষাঁড় অংশগ্রহন করে।সিলেটের বিভিন্ন উপজেলা থেকে লড়াইয়ে অংশগ্রহন করতে মালিকরা নিয়ে আসেন অর্ধশতাধিক ষাড়। এদিকে ষাড়ের লড়াইকে কেন্দ্র করে মাঠের চার পাশে বসে হরেক রকম খেলনা ও খাবারের দোকান বসে।

কানা মামু ( লালা বাজার) কে হারিয়ে আমির বাদশা (বলাউরা) বিজয়ী, লিডার ৬ ( কাচা মরিচ) লালা বাজার কে হারিয়ে ( দয়াল-মৌলভীবাজার)বিজয়ী চান তেরা কে হারিয়ে লাল জিগলি বিজয়ী হয়। বিজয়ী তিনটি দলেকে একটি করে মোটরসাইকেল দেওয়া হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..