সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের ১৩০১ নং আর্ন্তজাতিক পিলার বাঘছড়া এলাকা দিয়ে চোরাইপথে গরু আনতে গিয়ে ভারতীয় বিএসএফ’র ধাওয়া খেয়ে দুই বাংলাদেশী নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে লালাখাল ও জৈন্তাপুর সীমান্ত ফাড়িঁর বিজিবি সদস্যরা জানান, খাসিয়া ও বিএসএফ’র ধাওয়া খেয়ে ভারতে সুপারি চুরি করতে গিয়ে দুই বাংলাদেশী নাগরিক আহত হয়েছে বলে স্বীকার করেছেন।
এলাকাবাসী ও চোরাকারবারীর একটি অংশ জানায়, লালাখাল সীমান্তের ১৩০১ আর্ন্তজাতিক পিলার সংলগ্ন বাঘছড়া এলাকার ভারতীয় উকিয়াং নামক স্থান দিয়ে বাংলাদেশে গরু প্রবেশের কয়েকজন বাংলাদেশী নাগরিক প্রবেশ করে।
এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও খাসিয়ার ধাওয়া খেয়ে দুই বাংলাদেশী নাগরিক আহত হয়। আহত দুই নাগরিক সহ অনেকই প্রতিদিন রাতে সীমান্ত এলাকায় দিয়ে গোপনে ভারত থেকে গরু-মহিষ সহ অবৈধ চোরাচালান কাজে যাতায়াত করেন।
এই ঘটনায় আহত দুই বাংলাদেশী নাগরিক হলেন জৈন্তাপুর উপজেলার উত্তর কালিঞ্জী বাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে রাসেল আহমদ (৩০) এবং বাইরাখেল গ্রামের মৃত আব্দুল মুতলিব‘র ছেলে আব্দুল জলিল (২৭)।
আহত দুই বাংলাদেশী নাগরিক সোমবার রাতে গোপনে জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এসময় সাংবাদিক পরিচয় পেয়ে আহত আব্দুল জলিল পালিয়ে যান। রাসেল আহমদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
এ ব্যাপারে জৈন্তাপুর হাসপাতালে দায়িত্বরত আবাসিক চিকিৎসক রুবেল আহমদ জানিয়েছেন রাতে জরুরী বিভাগে চিকিৎসা নিতে রাসেল নামে এজকন রোগী এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd