সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাথর উত্তোলনের কয়েকটি গর্ত থেকে সেচ কাজে ব্যবহৃত ১৫টি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় বিছনাকান্দি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল হাশেম, গোয়াইনঘাট থানার এসআই আতিকুজ্জামান জুনেলসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ইউএনও মো. নাজমুস সাকিব জানান, অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ১৫টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পাথরকোয়ারি সচলের দাবিতে গত শনিবার থেকে জেলা ট্রাক শ্রমিক সংগঠনের আহ্বানে অনির্দিষ্টকালের জন্য সিলেটে ট্রাক, পিক-আপ, কাভার্ড ভ্যানসহ সকল পণ্যবাহী পরিবহনের ধর্মঘট চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd