চীন থেকে বাংলাদেশিদের ফেরত আনতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

চীন থেকে বাংলাদেশিদের ফেরত আনতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাসের কারণে চীন থেকে বাংলাদেশিরা ফেরত আসতে চাইলে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে নিজের ফেইসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা জানান।

তিনি লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য।’

‘আমরা চীন সরকারের সাথে এই বিষয়ে আলোচনা শুরু করেছি। কি প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সাথে সম্মতির ভিত্তিতে করা হবে।’

‘আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য।’

‘এই বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রণয়ন’ উল্লেখ করা হয় প্রতিমন্ত্রীর স্ট্যাটাসে।

প্রসঙ্গত, সম্প্রতি চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে ‘রহস্যময়’ করোনাভাইরাস। এতে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় তিন হাজার।

চীনে অবস্থানরত বেশ কয়েকজন বাংলাদেশি তাদের ফেরত আনতে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেছেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..