সিলেট ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
সুবাস দাস, গোয়াইনঘাট :: সোনার বাংলা ফ্রেন্ডস ওয়েল ফেয়ার এসোসিয়েশন কতৃক আয়োজিত উপজেলাব্যাপী কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেছেন, গোয়াইনঘাট উপজেলায় শিক্ষার অগ্রযাত্রায় ভূমিকা রাখছে ভূমিকা রাখছে সোনার বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রত্যন্ত অঞ্চলে অনেক মেধাবী আছে যারা সুযোগের অভাবে মেধার বিকাশ ঘটাতে পারে না, অবহেলায় আড়ালে থেকে যায়, তাদের নিয়ে এসে উৎসাহিত করার জন্য এ আয়োজন অবশ্যই প্রশংসার দাবি রাখে। তিনি বলেন- বিশ্বায়নের এ যুগে দেশের উন্নয়নে মেধার বিকল্প নেই।
একবিংশ শতাব্দীতে মেধাবীরাই সমাজকে নেতৃত্ব দেবে। বুধবার (২২ জানুয়ারী ) বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার মাঠে কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, একটি দেশ, একটি জাতিকে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হলে আগে নারীকে সুশিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি।
এখন নারী শিক্ষার হার যে ভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি এই প্রবৃদ্ধিকে টেকসই করতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। একই সাথে সরকারি-বেসরকারি ও ব্যাক্তি পর্যায়ে প্রতিষ্ঠিত মানসম্মত, স্বল্প খরচে শিক্ষার পথ সুগম করা। পুরুষের পাশাপাশি নারীরা সমান হারে শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ, সমৃদ্ধি, উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।
সোনার বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, সোনার বাংলা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো আব্দুল লতিফ, সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্দুল মুনিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক সুবাস দাস প্রমূখ। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তুলেদেন অতিথিবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd