সিলেটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

সিলেটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :: সিলেটের টিলাগড় থেকে ৫৭৫ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে রোববার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানাধীন টিলাগড় এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে টিলাগড় পয়েন্টস্থ মান্নান ভিউ সুপার মার্কেটের মুল ফটকের  সামনে থেকে ৫৭৫ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা- মো. কাওসার আহমেদ কানন (২৬), পিতা- নুর উদ্দিন, সাং- রসুলপুর, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট এ/পি, শাপলাবাগ  রোড নং-২ থানা- শাহপরান (রহ.) এসএমপি সিলেট, জিয়াউল ইসলাম রনি (২৪), পিতা- জামাল হোসেন, সাং- ছাতিয়াইন, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, এ/পি, কল্যাণপুর ৪ নং রোড থানা- শাহপরান(রহ.) এসএমপি সিলেট।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে এসএমপির শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..