সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল উত্তর মৌজার (মরা সুরমা) ৩৯ ও ৪৪ দাগ এর মীরেরগাঁও এলাকায় খাস ভূমি থেকে অবৈধভাবে মাটি উত্তলন করে বিক্রি করার প্রতিবাদে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন ৮৩টি ভূমিহীন পরিবারের সভাপতি মিরেরগাঁওয়ের নূরুল ইসলাম।
তিনি ১৩ জানুয়ারী সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আরেকটি লিখিত অভিযোগ প্রদান করেছেন নুরুল ইসলাম।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে বিশ্বনাথ উপজেলা বাওনপুর গ্রামের তৈমুছ আলীর ছেলে মোস্তফা, আকরম আলীর ছেলে আলতা, ইন্তাজ আলীর ছেলে মোস্তফা গং রা অনেক দিন যাবত ট্রাক্টর ও শ্রমিক দিয়ে মাটি কাটিয়ে নিচ্ছে। তাদেরকে মাটি না কাটতে নিষেধ করলে, নিষেধ কারিদের নানা ধরনের ভয়ভীতি দেখায়। উল্লেখ্য ৮৩টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন বিষয়ে সদর-বিশ্বনাথ সীমানা নির্ধারণের প্রক্রিয়া চলছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপিসহ উভয় উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার, এসিল্যান্ড এবং উর্ধতন কর্তৃপক্ষেরও জানা রয়েছে।
এমতাবস্থায় যারা এ দুঃসাহস দেখিয়েছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবী এলাকাবাসীর।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd