সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের দেবর তোফায়েল আহমেদ চৌধুরী আহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে একই পরিবারের দুই জন নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী সোফানা আক্তার (৪৫) ও তার ভাই গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী শিউলি আক্তার (৫৫) গুরুতর আহত হন।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বিনতে জাহান তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd