বিশ্বনাথে পুলিশ-প্রশাসন কৃর্তক ওরস পালনে বাধা প্রদান: সিলেটে প্রতিবাদ ও স্মারকলিপি

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

বিশ্বনাথে পুলিশ-প্রশাসন কৃর্তক ওরস পালনে বাধা প্রদান: সিলেটে প্রতিবাদ ও স্মারকলিপি

সিলেট :: সিলেটের বিশ্বনাথে পুলিশ প্রশাসন কৃর্তক ৩৬০ আউলিয়ার অন্যতম সঙ্গী ও শিষ্য প্রশিষ্যদের মাজারে শত শত বৎসরের ধারবাহিকতায় অনুষ্ঠিত ওরুস বন্ধ ও মাজারে আগত ভক্তবৃন্দকে মারপিট করায় এবং সুষ্ঠুভাবে ওরস মোবারক অনুষ্ঠানের জন্য রোববার (১২ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেন বাউল শিল্পী কল্যাণ ট্রাষ্ট বাংলাদেশ (রেজি: ২৪৪৬) এর নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উলে­খ করা হয়, সিলেট অঞ্চল তথা বিশ্বনাথ উপজেলার ৩৬০ আওলিয়ার অন্যতম সঙ্গী ও শিষ্য প্রশিষ্যদের শতাধিক মাজার-মঞ্জিল রয়েছে। এই সকল মাজার-মঞ্জিলে দেশের প্রচলিত আইন-কানুন মেনে শত শত বৎসর যাবৎ ওরস চলে আসছে।

ইদানিং কোন কারনঃবশত বিশ্বনাথ পুলিশ-প্রশাসন এই সকল মাজার-মঞ্জিলে অনুষ্ঠিত ওরস মোবারকে বাধা প্রদান করছেন এবং হজরত ইয়াসতি শাহ ও আসল শাহ (রহ.) এর ওরসে আগত ভক্ত-আশেকানদের মারপিট করে তাড়িয়ে দেয়া এবং বিশ্বনাথে কোন ওরস অনুষ্ঠিত হতে দেবেন না মর্মে ঘোষণা দিয়েছেন। যার কারণে বিশ্বনাথের আপামর জনসাধারণের মতে ক্ষোভের সঞ্চার হইতেছে।

শত শত বৎসরের ইতিহাস ঐতিহ্যের ধারক এই সকল মাজার-মঞ্জিলের ওরস মোবারক সুষ্ঠুভাবে পালনে পুলিশ প্রশাসনের বাধা প্রদানের বিষয়টি সুষ্ঠু তদন্দপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অলি-আউলিয়াদের মাজারে দেশের প্রচলিত আইনানুযায়ী ওরস মোবারক পালন কারার সুযোগ দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাজার ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মোল­ারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া, তেতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম, শাহ তোফাজ্জুল হক ভান্ডারী, মো. আব্দুর রব, মো. সাবুদ্দিন, হাজি খোয়াজ আলী, মো. রজব আলী, পির আমসুল ইসলাম, ফকির ছয়ফুল আলম জালালী, গীতিকার আলী আহমদ, মো. ইনছান আলী, বাউল ভাসানী বারিক, বাউল দিলাল উদ্দিন সরকার, গীতিকার ফারুক মিয়া, বাউল আমির উদ্দিন, আবুল বশর, মো. দিলওয়ার, মো. আবু তাহের, মো. রমজান আলী, বাউল মীর আজাদ, শাহ আশিকুল ইসলাম প্রমূখ।

জেলা প্রশাসক বারবর স্মারকলিপি প্রদান শেষে কার্যলয়ের সম্মুখে মানববন্ধন পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান বলেন আমরা মুসলমানরা সবাই সর্বশক্তিমান আল­াহর বান্দা ও হযরত মোহাম্মদ (স.) এর উম্মত। আমরা সবসময় ইসলামের স্বার্থে কাজ করছি। উপমহাদেশে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)সহ তাঁর সঙ্গে আগত ৩৬০ আউলিয়ারা আমাদের কলিজা। তাদের জন্য আজ উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ভক্তবৃন্দ সবসময় তাদের শান-মান রক্ষার্থে আন্দোলন-সংগ্রাম করছি। শাহজালাল (রহ.)-এর ইজ্জতে কেউ আঘাত হানলে এর পরিমাণ হবে ভয়াবহ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..