সিলেটে ১০ লাখ টাকার সিগারেট আটক

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

সিলেটে ১০ লাখ টাকার সিগারেট আটক

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর কুমারপাড়া পয়েন্টস্থ এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল ব্যবহৃত ‘রমনা’ ব্রান্ডের ১০ লক্ষ টাকা মূল্যের সিগারেট আটক করেছে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেট।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট উপ-কমিশনার মো. ছৈয়দুল আলম।

এ ব্যাপারে কাস্টমস উপ কমিশনার ছৈয়দুল আলম বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী নকল ব্রান্ড রোল ব্যবহার ভ্যাট এবং সম্পূরক শুল্ক ফাঁকি সংগঠিত হয়। এই আইন লঙ্ঘন করলে সেই ব্যক্তিকে আইনের আওতায় শাস্তি এবং অর্থদন্ড বিধান রয়েছে।

অভিযানে রাজস্ব কর্মকর্তা নুরুল ইসলাম ও এআরও কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ছৈয়দুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়া এলাকার এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল ‘রমনা’ সিগারেট আটক করে। চালানটি চট্টগ্রামের জামিল অ্যান্ড সন্স এর মাধ্যমে সিলেটের মুহাম্মদ নজরুল হকের কাছে প্রেরণ করা হয়। এ ব্যাপারে দায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..