সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বিয়ানীবাজারে নির্মাণ শ্রমিক নজরুল ইসলামকে নৃশংসভাবে গলাকেটে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবারসহ লাউতা ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসী। শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার বারইগ্রাম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে ঘাতক আব্দুল মুবিন লিমনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান উপস্থিত ইউনিয়নবাসী।
বারইগ্রাম-বিয়ানীবাজার সড়কের বারইগ্রাম বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন উপস্থিত হয়ে এলাকাবাসীর দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন বিয়ানীবজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বাবুলসহ স্থানীয় রাজনৌতিক, সামাজিক সংগঠন এবং এলাকা বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এসময় তারা নৃশংস এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বিক্ষুব্ধ জনতার এ মানববন্ধন এক পর্যায়ে বিক্ষোভ মিছিলে রূপ নেয়। এসময় প্রতিবাদী এলাকাবাসীকে স্থানীয় বারইগ্রাম বাজার এলাকার বিভিন্ন পয়েন্টে ঘাতক আব্দুল মুবিন লিমনের ফাঁসির দাবিতে শ্লোগান দিতে এবং তাদের হাতে ‘ঘাতক মুবিনের ফাঁসি চাই’ সম্বলিত প্যাক্লার্ড প্রদর্শন করতেও দেখা গেছে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার লাউতা ইউনিয়নের নন্দীরফল গ্রামের একটি নির্জন স্থান থেকে নির্মাণ শ্রমিক নজরুল ইসলামের (৪৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে গত ২৯ ডিসেম্বর এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী হাছনা বেগম বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক আব্দুল মুবিন লিমকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সে জেলহাজতে রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd