বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল ও যুবদলের অতর্কিত হামলায় পুলিশ সদস্য আহত ৫

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল ও যুবদলের অতর্কিত হামলায় পুলিশ সদস্য আহত ৫

ছাতক প্রতিনিধি: সংবাদ সূত্রে জানা যায় যে, বিগত ০২/০১/২০২০ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় ছাতক পৌর পয়েন্টে আসামী আহমেদ সোহেল এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় প্রোগ্রামে ছাতক উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত হন। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাতক উপজেলা শাখার সদস্য-রাসেল বক্স পীর বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে উস্কানীমুলক বক্তব্য প্রদান করিলে বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীগণ উত্তেজিত হইয়া ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করিলে উত্তেজিত জনতা ও জাতীয়তাবাদী দল বিএনপি’র মধ্যে মারামারি সৃষ্টি হয়। তখন পুলিশ ফোর্স সংবাদ পাইয়া ঘটনাস্থলে গিয়ে তাহাদের নিবৃত্ত করার চেষ্টা করিল উত্তেজিত বিএনপির নেতাকর্মীগণ উশৃঙ্খল ও রূঢ় আচরণ করতঃ পুলিশের কর্তব্যপালনে বাঁধা প্রদান করিলে পুলিশ আহমদ সোহেল ও রাসেল বক্স পীর নামীয় দুই ব্যক্তিকে আটক করেন। তখন জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীগণ তাহাদের কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে পুলিশের উপর আক্রমণ শুরু করে। আহমেদ সোহেল-এর নেতৃত্বে সমূহ নেতাকর্মীগণ পুলিশকে লক্ষ্য করিয়া ইট-পাটকেল নিক্ষেপ করিতে থাকিলে ঘটনাস্থলে এস.আই/ সাইফুর রহমান সহ সঙ্গীয় ফোর্স সদস্য আহত হয়। তখণ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টিয়ারসেল গ্যাস ব্যবহার শুরু করিলে জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায় এবং পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রনে আসিলে আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সাইফুর রহমান, এস.আই বাদী হয়ে আসামী (১) আহমেদ সোহেল (২৮), পিতা- কালা শাহ, সাং- চিলাউড়া হলদিপুর, ২। রাসেল বক্স পীর (৩১), পিতা- মৃত হাজী খিজির বক্স পীর, সাং- প্রভাকরপুর, ৩। আব্দুল্লাহ আল মাসুম (২৫), পিতা- বশির আহমদ, সাং- একানিধা, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট, ৪। আবু হুরায়রা ছাদ মাষ্টার (৪৫), পিতা- মৃত কনা মিয়া, সাং- হবিবপুর পশ্চিমপাড়া, পৌরসভা-ছাতক, সভাপতি ছাতক উপজেলা বিএনপি, ৫। শাহ তোফায়েল (২৬), পিতা- কদর আলী, সাং- চিলাউড়া, ৬। রবিউল আউয়াল (৩৬), পিতা- ইসকন্দর আলী, সাং- চিলাউড়া, ৭। জুলহাস মিয়া (৪৬), পিতা- সাকিরুল ইসলাম, সাং- বাড়ী ছাতক, ৮। মিজানুর রহমান (২৮), পিতা- আসকির আলী, সাং- হবিবপুর, ৯। রাফি (২৩), পিতা- আইনাল হক, সাং- খাসিলা, ১০। রফিকুল ইসলাম (৪৫), ১১। সাজিদুল ইসলাম (৪৩), উভয় পিতা- গোলাবর হোসেন, সাং- আশিঘর, ১২। কামাল হোসেন (২৪), পিতা- আলমগীর হোসেন, সাং- লামা রসুলপুর, ১৩। জাকিরুল হক (১৯), পিতা- আব্দুল গফুর, সাং- চিলাউড়া হলদিপুর, সর্ব থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে দঃ বিঃ ১৪৩/৩৩২/৩২৫/৩০৭/৩৫৩/৩৪ ধারায় থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০২, তাং- ০২/০১/২০২০ ইংরেজী। এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে কথা বলিলে তিনি মামলার সত্যতা স্বীকার করেন এবং আসামীদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে মর্মে জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..