সিলেট স্টেডিয়ামে গ্যালারি ফাঁকা! টিকেট আছে ক্রেতা নেই

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

সিলেট স্টেডিয়ামে গ্যালারি ফাঁকা! টিকেট আছে ক্রেতা নেই

স্টাফ রিপোর্টার :: পৌষ সংক্রান্তি লগ্নে বাড়তি আমোদ জোগাবে বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ (বিপিএল)। সিলেটের মানুষের এমন চিন্তাধারায় গুড়েবালি হলো বৃহস্পতিবার (২ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএল সিলেট পর্বের শুরুর দিনেই। ঢাকা ও চট্রগ্রাম পর্বে ছিলো দর্শকখরা সেই দর্শকখরা এবার দেখা যাচ্ছে সিলেট স্টেডিয়ামেও।

সিলেটে ক্রিকেট মানেই দর্শক উন্মাদনা। মাঠে যে দলই থাকুক গ্যালারি ভর্তি দর্শক এই স্টেডিয়ামের নিয়মিত চেহারা। টি-টোয়েন্টি, একদিনের ম্যাচ কিংবা টেস্ট ম্যাচেও সিলেটের গ্যালারিতে উন্মাদনা ছিল অবাক করার মতো। সেই সিলেটের মাঠে এবার অস্বাভাবিক দর্শকখরা। এক অর্থে গ্যালারি শূন্য বলা চলে।

গত বছরে দেখা গেছে ক্রীড়ামোদিরা লাইনে দাঁড়িয়েও টিকিট কিনতে উপচে পড়া ভিড়। কিন্তু এবার ছিলো ঠিক তার উল্টো। টিকেট আছে ক্রেতা নেই।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালে প্রেসবক্সে উপস্থিত অনেক সাংবাদিকরাও মন্তব্য করেন- সিলেটের মাঠে দর্শকখরার এমন অবস্থা আগে কখনো দেখিনি। ঢাকা ও চট্রগ্রামের মত সিলেটে একই দৃশ্য দেখা দিয়েছে। যা ক্রিকেটের জন্য হুমকি স্বরূপ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..