সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০
সিলেট :: ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে সিলেট কার্যালয়। বৃহস্পতিবার সিলেট কার্যালয়ে সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, জাতীয় সংগীত পরিবেশ এবং বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহ ব্যাপি প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান (পিএএ)।
উদ্বোধন শেষে কার্যালয়ে প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে ও যুব সংগঠক শাহীন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মো: কামরুল আহসান (বিপিএম, বার)। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত-পরিচালক পরিতোষ কুমার কুন্ড।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে। যার কারণে পরিবার, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। অভিভাবকদেরকে সন্তানদের প্রতি গভীরভাবে দৃষ্টি রাখার আহবান জানান তিনি।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মলয় ভ‚ষণ চক্রবর্তী, উপ-পরিচালক জাকির হোসেন ভ‚ইয়া, পরিদর্শক মো: কবিরুল হাসান, পরিদর্শক ফণী ভ‚ষন রায়, উপ-পরিদর্শক মো: হুমায়ন কবির, সহকারী উপ-পরিদর্শক আব্দুল হামিদ সহ মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের পরিচালক বৃন্দ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: আবুল বাশার এবং গীতা পাঠ করেন সুখেন্দ্র শেখর শর্মা। সভা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র- নিউ প্রশান্তি, বাধন, এমইন লাইফ, প্রত্যাশা, আহবান, প্রেরণা, প্রতিশ্রæতি অংশগ্রহন করে।
স্বাগত বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পরিতোষ কুমার কুন্ড এক বছরের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বলেন, ১জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা কর্তৃক পরিচালিত অভিযানে মোট অভিযান পরিচালতি হয় ৭১৪টি, মামলা ২৪৪টি, ২৪৫জন আসামীকে আটক করা হয়। এছাড়া ৩৯৯৩ পিস ইয়াবা, ১০.৭৬৬ কেজি গাঁজা, ১৮৭ লিটার চোলাই মদ, ১৯৮০ লিটার ওয়াস, ৮৮ বোতল ফেনসিডিল, ২১ বোতল বিদেশী মদ উদ্ধার করে সিলেট মাদকদ্রব্য কার্যালয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd