নগরীর মিরাবাজারে দিনদুপুরে বাসা ডাকাতি: আটক ৭

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

নগরীর মিরাবাজারে দিনদুপুরে বাসা ডাকাতি: আটক ৭

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর মিরাবাজারে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় র‌্যাব লুটকৃত স্বর্ণালঙ্কারসহ ৭ জনকে আটক করেছে। বৃহস্পতিবার মিরাবাজার সেবক-৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। রিয়াজ ভিলা নামের ওই বাসার মালিক আবিদ উদ্দিন নামক এক ব্যবসায়ী।

আবিদ উদ্দিনের শ্যালক সাজু আহমদ জানান, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে একদল ডাকাত তার বোনের বাসায় হানা দেয়। খবর পেয়ে বাসায় গেলে ডাকাত দলের সদস্যরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকেও ভয়ভীতি দেখায়। কৌশলে তিনি বাসা থেকে বের হয়ে এসে র‌্যাবকে খবর দেন। পরে র‌্যাব এসে বাসার ভেতর থেকে ৭ জনকে আটক করে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে তারা মিরাবাজারের ওই বাসায় যান। সেখান থেকে ৭ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, পাইপগান সদৃশ্য বস্তু ও একটি ব্যাগের ভেতর থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর বারুতখানার আবদুল মালিক ফয়জু নামের এক ব্যক্তির সাথে বাসার মালিকানা নিয়ে আবিদ উদ্দিনের বিরোধ রয়েছে। বাসার মালিকানা নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। মালিকানা বিরোধ নিয়ে আবদুল মালিক ফয়জুর ছেলে গুড্ডুর নেতৃত্বে ডাকাতির এ ঘটনা ঘটেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..