কোম্পানীগঞ্জে অবৈধ ভাবে পাথর উত্তোলন: অভিযানে ২২ লক্ষ টাকার যন্ত্রাংশ ধ্বংস

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

কোম্পানীগঞ্জে অবৈধ ভাবে পাথর উত্তোলন: অভিযানে ২২ লক্ষ টাকার যন্ত্রাংশ ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জে ধলাই নদীতে ব্রীজের পাশে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ ভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ১৭টি লিস্টার মেশিন ও ১ হাজার ফুট পাইপ এবং ১২টি নৌকা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় আগে টের পেয়ে মেশিন মালিক পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্যর নেতৃত্বে অভিযানে পুলিশ সদস্যরা এই অভিযানে অংশগ্রহণ করে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আর্চায্য জানান, কোন ভাবেই পরিবেশ এবং সরকারি স্থাপনার ক্ষতি করে পাথর উত্তলন করতে দেয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে প্রয়োজনে আরো বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, ধলাই ব্রীজের পাশে কলাবাড়ি গ্রামের একটি চক্র নদীকে জায়গার মলিক দাবি করে গত কয়েকমাস থেকে কয়েক দফায় পাথর উত্তোলনের চেষ্টা চলাচ্ছে। উপজেলা প্রশাসনের অভিযানে তাদের চেষ্টা বিফলে যায়। স্থানীয়রা দাবি করে জানায়, চিহ্নিত এই চক্রের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা না নেয়ায় তারা বারবার পাথর উত্তোলনের চেষ্টা করার মত সাহস পায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..