বিয়ানীবাজারে হঠাৎ শীতের বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

বিয়ানীবাজারে হঠাৎ শীতের বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ক্রাইম সিলেট ডেস্ক : ভরা শীতের মৌসুমে বিয়ানীবাজারে বজ্রপাতে সুমন আহমদ (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্র দুবাগ ইউনিয়নের বড়গ্রামের একালাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সফিক উদ্দিনের ছোট ছেলে। সে দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র।

জানা গেছে, মাদ্রাসা ছাত্র সুমন তার বড় ভাইয়ের সাথে ধান ক্ষেতের কাজে সহযোগিতা করতে সকালে মাঠে যায়। সকাল ১১টার দিকে বজ্রপাতের বিকট শব্দে সে মাঠে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..