সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন পাওয়ার আনন্দে জীবনের প্রথম কবিতা লিখলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
এর আগে কখনও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে কোনো কবিতা লিখতে দেখা যায়নি। এমনকি তার কোনো কবিতা প্রকাশ হয়নি। এটিই তার জীবনের প্রথম কবিতা।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান স্বাক্ষরিত জীবনের প্রথম কবিতাটি পোস্ট করেন পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের লেখা কবিতাটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো :
ডিসেম্বরের তিরিশ দুই হাজার উনিশ
হাওর বাংলার জন্য এল বড় শুভাশিস
বঙ্গকন্যা শেখ হাসিনা খুলিল দুয়ার
এলো মোদের বিশ্ববিদ্যালয়, খুশির জোয়ার
বয়ে গেল হাওর থেকে হাওরে অপার
কে রুখবে মোদের আনন্দ এবার।
বঙ্গবন্ধু দিয়ে গেল স্বাধীনতা স্ব-ভূমে
বঙ্গকন্যা আনে এবার সম্মান অসীমে
ধন্য ধন্য শেখ হাসিনা তোমায় সালাম
হাওরবাসীর পক্ষে আমি দিয়ে গেলাম।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়। সুনামগঞ্জের সাধারণ মানুষের প্রধান দাবি ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের।
আমি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘আমি সুনামগঞ্জবাসীকে দেয়া কথা রাখতে পেরেছি। প্রধানমন্ত্রী বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী হাওরবাসীর প্রতি অত্যন্ত আন্তরিক। আমাদের হাওর এলাকার কোনো প্রকল্প বাদ দেন না তিনি। আমাদের উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শক্তি, সমর্থন ও সাহস জোগানো। আমরা হাওরবাসী তথা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd