সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : আনন্দভ্রমণ শেষে সপরিবারে ঢাকায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিশুকন্যাসহ নিহত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টুর আহত স্ত্রী ও শিশুসন্তানের অবস্থাও আশংকাজনক।
এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রী কনিকা আক্তার (৩৫) ও ১০ বছরের শিশুপুত্র মন্টির অবস্থা সংকটাপন্ন। তাদের হাসপাতালের ২৮ নং ওয়ার্ডের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছলিমপুরস্থ ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে একটি লরি সাইফুজ্জামান মন্টুর প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বান্দরবান থেকে ঢাকা ফেরার পথে মহাসড়কের ফৌজদারহাট বন্দর সড়ক অতিক্রমকালে বন্দর সড়কের দিকে মোড় নেয়া অপর একটি লরি প্রাইভেটকারকে ধাক্কা দেয়।
এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তাসফিয়া ও তাসরিনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর আহত ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী-পুত্রকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুজ্জামান মন্টুর মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার এসআই কাউছার বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। তবে লরিটি আটক করা সম্ভব হয়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd