সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডিউটিরত অবস্থায় আত্মহত্যার চেষ্টা করা নার্স মৌসুমী দত্ত মারা গেছেন। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঢাকা মেডিকেলের সিনিয়র স্টাফ নার্স ছিলেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ঢামেক আইসিইউতে মৃত্যু হয় মৌসুমী দত্তের। ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ডিউটিরত অবস্থায় গলায় ফাঁস দেন মৌসুমী দত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, ঢামেকের পুরাতন ভবনের চারতলায় হাই ডিপেন্ডেনসি ইউনিটে (এইচডিইউ) ডিউটিরত ছিল মৌসুমী। আমরা জানতে পেরেছি, সে কারও সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার মোবাইল ফোনটি ছড়ে মেরে ভেঙে ফেলে। পরে তাদের ড্রেসিং রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে।।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd