সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:11 PM, December 24, 2019
Sharing is caring!
সিলেট :: সিলেট নগরীর হজরত শাহজালাল (রহ.) এর মাজার থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মাজারের লোকেরা মরদেহটি দেখতে পেয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় খবর দিলে আজ (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে কোতয়ালী থানার ওসি সেলিম মিঞা ও এসআই দিবাংশু পালসহ একদল পুলিশ মাজারের লাশ ঘরের পিছনের মেঝেতে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
তার বয়স আনুমানিক ৩৫ বছর, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং উজ্জল শ্যামলা। পরনে খয়রী রঙ্গের জেকেট, সবুজ ছাপা রঙ্গের ফুল হাতা শার্ট ও ধূসর রঙ্গের গ্যাবাডিন প্যান্ট পরিহিত ছিল।
এ ব্যাপারে ওসি সেলিম মিয়া জানান- উদ্ধার হওয়া লাশের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কেউ আঘাত করে মারলো না স্টোক করে মারা গেল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের পর তা জানা যাবে। লাশের পরিচয় শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট রাখা হয়েছে।
লাশটি বর্তমানে ওসমানী হাসপাতালের হিমাগড়ে রাখা হয়েছে। কেউ লাশের পরিচয় জানলে ওসি (কোতোয়ালী) সেলিম মিয়া ০১৭১৩৩৭৪৫১৭ অথবা এসআই দিবাংশু পাল ০১৭১৮৬০০৬৯৩ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
………………………..
Design and developed by best-bd