সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী সুমনা হক সুমি।
সেই ধারাবাহিকতায় রোববার (২২ ডিসেম্বর) সদর উপজেলার সীবানন্দপুর আজিজুর রহমান ভূঁইয়া বালিকা সমাজসেবা এতিমখানায় এতিমদের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি।
এ সময় সুমনা হক সুমি বলেন, মাশরাফি বিপিএল খেলায় ব্যস্ত, তাই আমি এসেছি অসহায়দের পাশে দাঁড়াতে। তিনি বলেন, সারাদেশের ন্যায় নড়াইলেও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দরিদ্র ও এতিম শিশুরা শীতে কষ্ট পাচ্ছে।
কম্বল বিতরণকালে এতিমখানার কর্মকর্তা আব্দুল কাদেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা রাজপুর মহিলা এতিমখানা ও মাদরাসা ও দিঘলিয়া হাফেজিয়া মহিলা মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন।
এর আগে সদর হাসপাতাল পরিদর্শন করেন সুমনা হক সুমি। সকালে হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে কথা বলে সমস্যার কথা শুনেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠককালে হাসপাতালে শূন্য পদে চিকিৎসক পদায়ন, আলট্রাসনোগ্রাফি মেশিন মেরামতসহ বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd