সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর আম্বরখানা সড়কে শৈত্যপ্রবাহের কারণে নিরবতা বিরাজ করছে আর তখনই সেই নিরবতার মাঝে ছুটে চলা বেপরোয়া ট্রাক পিষে ফেললো ২ ছাত্রলীগ নেতাকে। জানা যায় রাত ১ টার পর এ ঘটনা ঘটেছে।
আহত দু’জন হলো- ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সিলেট সরকারি কলেজের ছাত্র আকাশ ঘোষ (২২) ও সিলেট মদন মোহন কলেজের ছাত্রলীগ নেতা আরিয়ান খান তালহা (১৯)।
গুরুতর আহত দু’জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ২ জনের মধ্যে আকাশ ঘোষের অবস্থা আশংকাজনক।
ট্রাক চাপা দেয়ার পর ট্রাক চালক পালানোর চেষ্টা করলে সাধারণ জনতা আটক করে এবং পুলিশ এসে ড্রাইভারকে আটক করে নিয়ে যায়। বর্তমানে ট্রাক চালক এয়ারপোর্ট থানা হেফাজতে আছে।
গুরুত্বর আহত দুই মোটরসাইকেল আরোহী ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd