সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নেরন গরডেংরি জামে মসজিদের ইমামের মোবাইল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর নগর ডেংরি জামে মসজিদে এ ঘটনা ঘটেছে।
স্হানীয় সুত্রে জানা যায়, মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমামের মোবাইল চুরির মুল চক্র চিন্নিত করতে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ কমিটির সালিশ বৈটক হয়।
এতে ওই বৈঠকে উত্তেজনার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে দুই পক্ষের ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদের বিভিন্ন চিকিৎসা কেদ্রে পাঠানু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান গোয়াইনঘাট থানার এস.আই. আব্দুল আহাদ। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের র প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd