সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:57 PM, December 20, 2019
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে প্রবেশকালে পিস্তলসহ নুরুল আলম খান রাসেল (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে টিএসসি সংলগ্ন গেট দিয় প্রবেশকালে তল্লাশির সময় অস্ত্রসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, আটক ওই ব্যক্তি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ সমাবেশস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন। প্রবেশপথে তল্লাশিকালে তার সঙ্গে থাকা অস্ত্রটি জব্দসহ তাকে আটক করা হয়েছে।
ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার শেখ মো. শামীম জানান, সমাবেশে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশের সুযোগ নেই। নিরাপত্তায় সতর্ক পুলিশ সদস্যরা রাসেল নামে ওই ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে। অস্ত্রের লাইসেন্স আছে কি-না, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুক্রবার থেকে শুরু হয়েছে। দুদিনব্যাপী এ সম্মেলন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিকেল ৩টায় দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন।
………………………..
Design and developed by best-bd