সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট শহরতলীর মেজরটিলা থেকে ২ লাখ ৩৪ হাজার টাকার জালনোট ও ২৫ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন, চাঁদপুর জেলা সতলা এলাকার হারুন গাজীর ছেলে সিরাজুল গাজী ও সিলেট জেলার ওসমানীনগর উপজেলার সাদিপুর এলাকার শাহাজাহান মিয়ার ছেলে শাহনুর আলম সাব্বির।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা।
তিনি বলেন, সকালে জালনোটগুলো নিয়ে সিরাজুল ও শাহনুর একটি সিএনজিচালিত অটোরিকশায় জেলার জৈন্তাপুর উপজেলায় যাচ্ছিলো। পথিমধ্যে শহরতলীর মেজরটিলা ইসলামপুরে পুলিশ গাড়ি দাঁড় করাতে সিগন্যাল দিলে অভিযুক্তরা দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, তাদের কাছ থেকে ১ হাজার টাকার ২ লাখ ৩৪ হাজার টাকার জাল নোট ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, জাল নোটগুলো চাঁদপুর থেকে তারা এনেছে। এগুলো সিলেট জেলার জৈন্তাপুরে নিয়ে বাজারজাত করার কথা ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd